রমনা

পাছার ওপর হাতটা পরতেই চমকে পিছন ফিরে তাকালো রমনা. প্রতিবাদ করতে গিয়েও করতে পারল না. তার পিছনে একটি সদ্য গোফ গজানো ছেলে দাড়িয়ে আছে. তার পরনে পাজামা পাঞ্জাবি আর পাঞ্জাবির ওপরে একটা শাল জড়ানো. ছেলেটি খুব মিষ্টি দেখতে. বুদ্ধি দীপ্ত চোখ. রং ফর্সা. ছয় ফুটের কাছাকাছি লম্বা. মুখটা লম্বাটে. কোকড়ানো চুল. ছোট করে ছাটা. চট করে দেখলে ভদ্র ঘরের বলে মনে হয়. রমনা ভাবতেও পারে না যে এই রকম সুন্দর একটা ছেলে ওর পাছাতে হাত রাখতে পারে. ও এসেছে পারার শীতকালীন জলসা দেখতে. মঞ্চে নামী শিপ্লীর গান করে চলেছে. পাশে আছে চার বছরের ছেলে আর ওর বর, সুবোধ. যখন ও পিছন ফিরে তাকালো তখন ওর দিকে তাকিয়ে ওই ছেলেটা মিষ্টি হাসছিল. ছেলেটা বোধ হয় একাই এসেছে জলসা দেখতে. ওকে আগে কোনো দিন এই পাড়ায় দেখেছে বলে মনে করতে পারে না. তাই ও খুব আশ্চর্য্য হয়ে গিয়েছিল নিজের শরীরের ওই রকম জায়গায় ছোঁয়া পেয়ে. ভাবলো যে ওর নিজেরও ভুল হতে পারে, তাই কিছু না বলে আবার গানে মন দিল. ব্যাপারটা উপেক্ষা করলো.

>>> Download  <<<
Share:

No comments:

Post a Comment

Blog Archive

Recent Posts

Choti World